শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভা শনিবার

শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্কে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের ‘নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভা’। সোসাইটির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজনে শনিবার বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভায় প্রার্থীরা নিজেদের পরিচিতি, কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য উপস্থাপন করবেন। যা আসন্ন নির্বাচনে ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজনে সোসাইটির সকল সদস্য ও ভোটারদের যোগ দেয়ার আহবানও জানান তারা।

নির্বাচনী বিতর্ক ও প্রার্থী পরিচিতি সভায় উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বাশার ও অ্যাডভোকেট মো. সামিউল করিম আলমগীর।

প্রসঙ্গত, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর জ্যাকসন হাইটসের মামাজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন, তফসীল ঘোষণা, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণাসহ নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করে সংগঠনটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন