নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত আরেক রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) মিনেসোটা ডিপার্টমেন্ট অফ হেলথ এ তথ্য নিশ্চিত করেছে। এই নিয়ে দেশটিতে দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।
জানা যায়, ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তি করোনার টিকাপ্রাপ্ত। তিনি হেনেপিন কাউন্টিতে বসবাসকারী। গত ২২ নভেম্বর তার দেহে করোনার কিছু লক্ষণ দেখা দিলে ২৪ নভেম্বর করোনা পরীক্ষা করা হয়। পরে আজ রিপোর্ট পজেটিভ আসে।
মিনেসোটা ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে, লোকটি সাম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভ্রমণ করেছে। গত ১৮-২০ নভেম্বর সিটির জাভিটস সেন্টারে আয়োজিত এক কনভেনশনে যোগ দেন তিনি। যেখানে প্রায় ৫৩ হাজার লোক অংশগ্রহণ করে। আর তারা প্রত্যেকেই রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে।
এইদিকে লোকটির নিউইয়র্ক ভ্রমণের বিষয় ছড়িয়ে পড়লে সিটির সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা বলছেন, যার দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে সে ৫৩ হাজার মানুষের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলো। আর এই ৫৩ হাজার মানুষের যোগাযোগ হয়েছে আরো হাজার হাজার মানুষের সাথে; যা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রথম ‘ওমিক্রন’ শনাক্ত
নিউইয়র্ক সিটির গভর্নর ক্যাথি হকুল বলেছেন, মিনেসোটার স্বাস্থ্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে কনভেনশনে উপস্থিত প্রত্যেককে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা জানতাম যে ওমিক্রন কোনো এক সময়ে নিউইয়র্ক রাজ্যে আসবে। তিনি আরো বলেন, আমরা এর জন্য প্রস্তুত। এটা আশ্চর্যের কিছু নেই।
সিটির মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, মিনেসোটাতে চিহ্নিত ওমিক্রন ভ্যারিয়েন্টের করোনা রোগী সম্পর্কে আমরা সজাগ রয়েছি। লোকটি কিছুদিন আগে নিউইয়র্ক ভ্রমণ করায় কিছুটা উদ্বেগজনক।
তিনি আরো বলেন, আমরা রাজ্য এবং সিডিসি, সেইসাথে জাভিটস সেন্টারের ইভেন্ট আয়োজকদের সাথে যোগাযোগ করে অংশগ্রহণকারীদের কোভিড পরীক্ষার পদক্ষেপ নিচ্ছি। এসময় তিনি নিউইয়র্কবাসীর উদ্দেশ্যে বলেন, কেউ ওমিক্রনের লক্ষণ অনুভব করলে অবিলম্বে পরীক্ষা করুন। আপনারা সামাজিক দূরত্বসহ যাবতীয় সুরক্ষা মেনে চলুন। যাদের টিকা নেওয়া হয় নি দ্রুত টিকা নিন। তিনি বলেন, সকলে বাড়িতে থাকুন, মাস্ক ব্যবহার করুন। আমাদের শহরকে একবার এই ভাইরাসকে পরাজিত করতে সাহায্য করার জন্য অনুরোধ করছি।
এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ওই ব্যক্তি ২২শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে।
এদিকে ওমিক্রন নিয়ে গেলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ওমিক্রন কোন আতঙ্কের কারণ নয় বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা। আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে যেমনটি আমরা এর আগে করে এসেছি। ওমিক্রন উদ্বেগের বিষয় হলেও লকডাউনের প্রয়োজনীয়তা নেই।
এছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের এক নির্দেশনায় এয়ারলাইন্সগুলোকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আনা যাত্রীদের নামের তালিকা আগেই সরবরাহের কথা বলা হয়েছে।
আরো পড়ুন: ওমিক্রনে ‘লকডাউনে’র প্রয়োজন দেখছেন না জো বাইডেন
অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগজনক ভেরিয়েন্ট হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।
এইদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এসময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৪৪১ জন। আর এক হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন আট লাখ ৫ হাজার ৪ জন।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন