শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

আমেরিকার ১৬ প্রেক্ষাগ্রহের পর্দায় ‘মিশন এক্সট্রিম’

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
main 1638519273 1

চলমান ডেস্ক: বাংলাদেশী পুলিশ থ্রিলার একশন ফিল্ম ‘মিশন এক্সট্রিম’ দেখা যাবে আমেরিকার প্রেক্ষাগ্রহে।  পরিচালক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ দেশের গণ্ডি পেরিয়ে এবার আমেরিকার বিভিন্ন শহরের সিনেমা হলের পর্দায় ভাগ বসাতে যাচ্ছে। কপ ক্রিয়েশনের ব্যানারে চলচ্ত্রিটি প্রযোজনা করেছে ঢাকা ডিটেকটিভ ক্লাব ও মাইম মাল্টিমিডিয়া।

শুক্রবার (৩ ডিসেম্বর) রিলিজ হওয়ার কথা রয়েছে ‘মিশন এক্সট্রিম’র। এ দিন থেকেই বায়োস্কোপ ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশনের সহযোগিতায় সিনেমাটি চলবে আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে। বাংলাদেশের অন্যতম ব্যবসায় সফল ছবি ঢাকা অ্যাটাকের (২০১৭) এর সাফল্যের পর চলচ্ত্রি মিশন এক্সট্রিম তৈরি করলেন নির্মাতা সানি সারোয়ার।

বাংলাদেশের রাজধানী ঢাকায় চিত্রায়িত চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন হালের হার্টথ্রব আরেফিন শুভ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া আন্দালিব নাবিলা, তাসকিন রহমান, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত। ঢাকা অ্যাটাকে মুন্সিয়ানা দেখিয়ে দেশের পর আমেরিকাতেও নিজের বিশাল ফ্যানবেজ তৈরি করে নিয়েছেন আরেফিন শুভ।

এ দিকে, ‘মিশন এক্সট্রিম’ দিয়ে রূপালী পর্দায় অভিষেক হচ্ছে জান্নাতুল ফেরদৌস ঐশীর। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, সুদীপ বিশ্বাস দীপ, সৈয়দ নাজমুস সাকিব, আরেফ সৈয়দ ও খালিদ হাসান রুমি।

‘মিশন এক্সট্রিম’ বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিশ্বব্যাপী মুক্তির রেকর্ডগুলোর একটি হতে চলেছে। সিনেমাটি চারটি মহাদেশের ১৪টি দেশে মুক্তি পাবে। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউজার্সি, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, মিশিগান ও ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নয়টি প্রধান রাজ্যে মুক্তি পাবে। সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ২৪টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। দেশের ৪৮টি হলে লিলিজ হবে চলচ্চিত্রটি।

আমেরিকার ১৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। হলগুলো হচ্ছে -জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস (জ্যামাইকা, নিউইয়র্ক), রিগাল ইউএ কোর্ট স্ট্রিট জচঢ (ব্রুকলিন, নিউইয়র্ক), মুভিজ অফ লেক ওয়ার্থ (পাম বিচ, ফ্লোরিডা), সিনেমাক্স ১৮ এর্বং এক্সডি (লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া), সিনেমামার্ক ২০ এবং এক্সডি (অস্টিন, টেক্সাস), থিয়েটার মিলপিটাস (সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া), সেরা সিনেমামার্ক অরল্যান্ডো এবং এক্সডি (অরল্যান্ডো, ফ্লোরিডা), সিনেম্যাক্স ১৯ এবং এক্সডি (কেটি হিউস্টন, টেক্সাস), রিগাল ফেয়ারফ্যাক্স টাউন সেন্টার (ফেয়ারফ্যাক্স, ভার্জিনিয়া), অ্যাপল সিনেমাস কেমব্রিজ (ম্যাসাচুসেটস, বোস্টন), রিগাল ওয়াল্ডেন গ্যালেরিয়া আরডিএক্স (বাফেলো, নিউইয়র্ক), রিগাল কমার্স সেন্টার জচঢ (উত্তর ব্রান্সউইক, নিউজার্সি), বেল এয়ার লাক্সারি সিনেমা (ডেট্রয়েট, মিশিগান), সেঞ্চুরি অ্যাট প্যাসিফিক কমন্স (ফ্রেমন্ট এসএফ বে এরিয়া, ক্যালিফোর্নিয়া), সিনেমার্ক লিঙ্কন স্কয়ার (সিয়াটেল, ওয়াশিংটন), সেঞ্চুরি ফলসম ১৪ (স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া)।

‘মিশন এক্সট্রিম’ এর টিকিট পাওয়া যাবে উল্লিখিত প্রেক্ষাগৃহসহ অনলাইনেও।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন