সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নির্বাচন কমিশন গঠন করল জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
bangladesh association of america inc 1

চলমান ডেস্ক: ঘনিয়ে আসছে আমেরিকা প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন। ২০২২ এর মার্চের মধ্যে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবধকতা রয়েছে। ইতিমধ্যেই শেষ হয়ে গেছে বর্তমান কমিটির মেয়াদ। আসন্ন নির্বাচন উপলক্ষে গঠন করা হয়েছে পাঁচ জনের নির্বাচন কমিশন। আর এ নির্বাচনকে ঘিরে প্রবাসীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা আর নানা সমীকরণ। সম্প্রতি বাংলাদেশ সোসাইটর নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় জালালাবাদ এসাসিয়েশনের নির্বাচন নিয়ে কমিউনির নেতারা সক্রিয় হয়ে উঠছেন। আগামী ২৬ ডিসেম্বরের ভোটার হওয়ার শেষ সময়।

গত রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভায় নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। কমিশনের কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, কমিশনার মোশারফ আলম (সুনামগঞ্জ, নিউজার্সী), সাব্বির হোসেন (হবিগঞ্জ), মিনহাজ আহমেদ সাম্মু (মৌলভীবাজার) ও আহমদ হাকিম (সিলেট)।

আমেরিকায় বসবাসরত সিলেটের চার জেলার ৩৯ থানার বাসিন্দারা ভোট দিয়ে থাকেন এ নির্বাচনে। বলা হয়ে থাকে, বিয়ানীবাজারের ভোটাররা এখানে বড় নিয়ামক। ৮০ ভাগ ভোটার বিয়ানীবাজারের। ফলে বিয়ানীবাজারের অংশগ্রহণ বাড়লে জমে উঠবে এ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় চলছে বৈঠক। ঘরোয়া বৈঠকে আলোচনা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে।

জানা যায়, জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন ২০২১ সালে হওয়ার ছিল। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চলতি বছর অনুষ্ঠিত বিশেষ সভায় কমিটির মেয়াদ বৃদ্ধি ও আগামী ২০২২ সালের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর থেকেই প্রবাসী জালালাবাদবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন কারণে বিগত দুই টার্ম ধরে এসোসিয়েশনের নির্বাচন হচ্ছে না। ২০১৭ সালে সর্বশেষ নির্বাচন (মনোনীত) অনুষ্ঠিত হয়েছিল।

প্রাপ্ত তথ্য মতে, আমেরিকা জালালাবাদ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সভাপতি পদে বর্তমান সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, ব্যবসায়ী আব্দুর নূর বড় ভুইয়া, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মিসবা আবদীন। সাধারণ সম্পাদক পদে এসোসিয়েশনের বর্তমান সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, সাইকুল ইসলাম, ইফজাল হোসেনের নাম শোনা যাচ্ছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন