সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ২২ মাসের সন্তান হত্যার দায়ে বাবা আটক

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
24cop 1 superJumbo v2 1

নিজস্ব প্রতিবেদক: ফেন্টানাইল এবং কোকেন খাইয়ে ২২ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে অ্যান্থনি রোসা (৫১) নাম এক ব্যক্তিকে আটক করেছে নিউইয়র্ক সিটি পুলিশ। 

জানা যায়, চলতি বছরের ১৭ জুন ভোর ৪টা নাগাদ জরুরি সেবায় কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এসময় শিশুটিকে বিছানায় মুখ থুবড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শিশুটি মারা যাওয়ার দিন তার মা হাসপাতালে ছিলো। আর এসময় অ্যান্থনি শিশু সন্তানকে মাত্রাতিরিক্ত মাদক সেবন করান; যার ফলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

বিষয়টি নিশ্চিত করে নিউইয়র্ক সিটি পুলিশ শুক্রবার (৩ ডিসেম্বর) জানায়, গত বুধবার ফেন্টানাইল এবং কোকেনের অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে ২২ মাস বয়সী ছেলের মৃত্যুতে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন