নিজস্ব প্রতিবেদক:
নিউইয়র্কের ম্যানহাটনে মর্নিংসাইড হাইটসের রাস্তায় ছুরিকাঘাতে কলম্বিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ও এক ইতালীয় পর্যটক নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কলম্বিয়া ইউনিভার্সিটির ওই শিক্ষার্থীর বয়স ৩০ বছর। সে ব্রুকলিনে থাকে। অপরজন ইতালীয় পর্যটক। যিনি শহরে প্রথম দিন কাটাচ্ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৫৪ মিনিটে আমস্টারডাম এভিনিউর ১২৩ নম্বর স্ট্রিটে এলোমেলোভাবে ছুরিকাঘাত করা হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে। এর প্রায় ১৫ মিনিট পরে মর্নিংসাইড ড্রাইভের ১১০ নম্বর স্ট্রিটে ছুরিকাঘাতের শিকার হয় ইতালীয় এক পর্যটক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, এই দুই ঘটনায় একজনকে সন্দেহ করা হচ্ছে। যাকে সেন্ট্রাল পার্কের একটি বাসা থেকে আটক করা হয়েছে। এসময় রান্নাঘর থেকে একটি বড় ছুরিও জব্দ করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, আটক ওই ব্যক্তি একজন পরিচিত গ্যাং সদস্য। ২০১৩ সালের একটি গ্যাং হামলার জন্য গ্রেপ্তার হয়ে পাঁচ বছর জেলে থাকার পর সাম্প্রতি প্যারোলে মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি হামলার অভিযোগের বিষয় জানায় গোয়েন্দা কর্মকর্তারা।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন