সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ম্যানহাটনে ট্রেনে বন্দুকধারীর হামলায় আহত ২

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
11300234 120421 wabc subway shooting img 1

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে কথা কাটাকাটির জেরে নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় দুইজন আহত হয়েছেন। আহতরা শহরের হারলেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ম্যানহাটনের ১২৫ নস্বর স্ট্রিটের সাবওয়ে রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহত ওই ব্যক্তি ট্রেনে তৃতীয়  একজনের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। পরে তৃতীয় ওই ব্যক্তির গুলিতে দুজন  আহত হোন। তাদের মধ্যে ২১ বছর বয়সী একজনের হাতে গুলি লেগেছে এবং ২২ বছর বয়সী অপরজনের পেটে গুলি লেগেছে। পুলিশ বন্দুকধারী ওই ব্যক্তিকে খুঁজছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন