নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নতুন করে আরো তিনজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এই নিয়ে সিটিতে মোট আটজনের দেহে নতুন এই ভ্যারিয়েন্ট ধরা পড়লো।
রোববার( ৫ ডিসেম্বর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন, “নিউইয়র্কে আরো তিনজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন করে সাফোক কাউন্টিতে একজনের দেহে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। এছাড়া কানেকটিকাটে ও নিউ জার্সিতে আরো দুজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।”
“এটা স্বাভাবিক যে অন্যান্য দেশের মতো আমাদের এখানেও এই ভ্যারিয়েন্ট ধরা পড়ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রস্তুত রয়েছি”, যোগ করেন গভর্নর হোচুল।
এর আগে গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধরা পড়ে। এরপর গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। পরে নিউইয়র্ক সিটিসহ দেশটির আরো কয়েক জায়গায় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় ৩৮টি দেশে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন