সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কলম্বিয়া বিশ্বিবদ্যালয় শিক্ষার্থী হত্যাকারী একজন সক্রিয় গ্যাং সদস্য

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
columbia killer arraigned 02 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে মর্নিংসাইড হাইটসের রাস্তায়  ছুরিকাঘাতে কলম্বিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আটককৃত ভিসেন্ট পিঙ্কনিকে (২৫) একজন সক্রিয় গ্যাং সদস্য বলে জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা৷ 
গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য মতে,  ভিসেন্ট পিঙ্কনি এভরিবডি কিল্লা (ইবিকে) নামে একটি ভুঁইফোড় গ্যাংয়ের সংক্রিয় সদস্য। 
ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের এক বিবৃতিতে সূত্রে জানা গেছে,  ইবিকে একটি হাইব্রিড গ্যাং। এর সদস্যরা ক্রিপস, ব্লাডস, নাইটিংগেল গ্যাং সদস্য এবং গ্যাং সদস্যদের মিশ্রণ নিয়ে গঠিত যারা মূলত  অন্যান্য সক্রিয় অপরাধী গ্যাংগুলির সাথে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছেন। এরা রাস্তায় হামলা ও স্কুলগুলোতে সংঘাত সৃষ্টি করে থাকে৷ এরা মাদকদ্রব্যের দখল ও বিক্রয়, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গুলি চালানো সহ অন্যান্য অপরাধেও জড়িত।

এইদিকে গ্যাং সদস্যের হামলায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ তারা বলছে, প্রাণ সংশয়ে চলাফেরা করতে হচ্ছে তাদের। রাস্তা চলতে বা বিশ্ববিদ্যালয়ে আসতেও ভয়ের সম্মুখীন হতে হচ্ছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ সজাগ রযেছে বলে দাবি নিউইয়র্ক সিটি পুলিশের। 

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ডিসেম্বর)  রাত ১০ টা ৫৪ মিনিটে আমস্টারডাম এভিনিউর ১২৩ নম্বর স্ট্রিটে এলোমেলোভাবে ছুরিকাঘাত করা হয় ডেভিড গিরি (৩০) নামে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে। এর প্রায় ১৫ মিনিট পরে মর্নিংসাইড ড্রাইভের ১১০ নম্বর স্ট্রিটে ছুরিকাঘাতের শিকার হয় ইতালীয় এক পর্যটক। পরে ওইদিন অভিযুক্ত ভিসেন্ট পিঙ্কনিকে একটি বাসা থেকে আটক করা হয়। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন