শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শিরোনাম

ক্ষমতায় আসলে ইসরাইলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি

শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬

প্রিন্ট করুন

ইরানে শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন উত্থানের পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি আরও বলেন, ইরান, ইসরাইল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তিতে’ বিস্তৃত করার লক্ষ্য রাখবে

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরাইল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।’

বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলভি বলেন, ‘ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নীচে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।’

তিনি আরও বলেন, নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করবে, মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরম ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।

ইরান এই অঞ্চলে বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হবে। বলেন নির্বাসিত এই নেতা।

নির্বাসিত এ যুবরাজ ইরানি জনগণকে শিক্ষিত এবং আধুনিক বলে প্রশংসা করেছেন, যারা দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে শক্তিশালী করবে।

এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন