বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে শিক্ষার্থীদের ১১ ডিসেম্বর থেকে হাফ পাস কার্যকর

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
627301 148 1

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রামে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস কার্যকর হবে।
আজ রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি কফিল উদ্দিন।

সংবাদ সম্মেলনে এনায়েত উল্লাহ বলেন, ‘সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জন্য পাবলিক বাসে হাফ পাস কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বহন করতে হবে এবং ইউনিফর্ম পরা থাকতে হবে।’

আরএইচ/ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন