শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

পোপ ফ্রান্সিস গ্রীসের লেসবস অভিবাসী শিবিরে পৌঁছেছেন

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
pop 1

চলমান ডেস্ক: ইস্যু হাইলাইট করায় পোপ ফ্রান্সিস রোববার (৫ ডিসেম্বর) অভিবাসী গ্রীক দ্বীপ লেসবসের শরণার্থী শিবিরে সফর শুরু করেছেন। তিনি ইউরোপে অভিবাসী বিরোধী প্রবণতার মুখে তাদের একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন। পোপ মোরিয়ার বিস্তীর্ণ শিবির থেকে স্থানান্তরিত মাভ্রেভোনি’র অস্থায়ী শিবিরটি পরিদর্শন করেন। তিনি মোরিয়ার শিবিরটি ২০১৬ সালেও সফর করেন। খবর এএফপির।

গ্রিস সফরের দ্বিতীয় দিনে, তিনি শিশু আশ্রয়প্রার্থীদের একটি ছোট দলের কাছে যান। সেখানে বেশিরভাগ শিশু আশ্রয়প্রার্থী ধাতব বাধার পিছনে দাঁড়িয়ে থাকে। শিশুদের স্নেহের সাথে অভিবাদন জানাতে গেলে পোপকে অনুপ্রাণিত করে একজন পথিক তাকে ‘তোমাকে ভালোবাসি’ বলে ওঠে।

কর্মকর্তারা বলেন, ‘মেগারন এথেন্স কনসার্ট হলে প্রায় আড়াই হাজার লোকের একটি গণ সমাবেশ করায় রোববার (৫ ডিসেম্বর) এথেন্সে ফিরে আসবেন বিধায় লেসবসে পোপের এবারের সফর তার শেষ সফরের চেয়ে ছোট হবে। লেসবোসে, পোপ শিবিরের তাঁবুতে গ্রীক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপোল, ইইউ ভাইস প্রেসিডেন্ট মার্গারিটিস শিনাস ও গ্রীক অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচির উপস্থিতিতে তিনি এক প্রার্থনায় মিলিত হবেন।

কঙ্গোর এক আশ্রয়প্রার্থী রোসেট লিও ‘তার সফর একটি আশীর্বাদ’ বলে মন্তব্য করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন