রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শিরোনাম

‘জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘আঁতাত’ সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর’

শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬

প্রিন্ট করুন

​জামায়াতে ইসলামীর সঙ্গে আমেরিকার ‘গোপন আঁতাত’ হয়েছে বলে ফরহাদ মজহার যে দাবি করেছেন, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’-এ প্রকাশিত খবরের সূত্র ধরে তিনি বলেন, ‘এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়।’ এ বিষয়ে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জরুরি ও স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

​শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

ওয়াশিংটন পোস্টের খবরটি কতটুকু সত্য এবং এর নেপথ্য ব্যাখ্যা কী, তা জনগণের সামনে আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
​নির্বাচনী প্রচারণায় মির্জা ফখরুল বলেন, ‘আগে রাজনৈতিক লড়াইয়ে দুটি পক্ষ থাকত—ধানের শীষ আর নৌকা। এবার নৌকা আর মাঠে নেই, রাজনৈতিক কারণে নৌকা আমাদের কাছে নেই। তার বদলে নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা।

এই দাঁড়িপাল্লা নিয়ে জামায়াত ভোটের মাঠে এসেছে।

​তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে স্বাধীন করেছি। কিন্তু জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল।

তাদের কারণে আপনাদের একসময় বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, তারা লুটতরাজও করেছিল। আমরা সব সময় স্বাধীনতার পক্ষে কথা বলি, তাই ধানের শীষেই আপনাদের ভোট দিতে হবে।

​হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ্বস্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যে ভয়টা পান, তা আর পাবেন না। আমরা সবাই সমান এবং একই দেশের অধিবাসী। আমরা ক্ষমতায় এলে আপনাদের শান্তি ও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা করব।

তিনি আরো বলেন, “মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যা তাদের জন্য ‘অস্ত্র’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে।”

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন