বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউনেস্কো পুরস্কার পেল কেরাণীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ

রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
mosque 1

ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ইউনেস্কো পুরস্কার লাভ করেছে। মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদও সম্প্রতি দ্যা এওয়ার্ড অভ মেরিট পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পূর্ব পুরুষদের হাত ধরে বাংলা ১২৭৫ সনে, ইংরেজি ১৮৬৮ সনে ও হিজরী ১২২৮ সনে মসজিদটি নির্মিত হয়। কালের পরিক্রমায় ইংরেজী ১৯৬৮ সনে নসরুল হামিদের পিতা অধ্যাপক হামিদুর রহমান মিনারসহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন।

নসরুল হামিদের বলেন, ‘ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়ন করা প্রয়োজন। ঐতিহ্য ও আধুনিকায়নকে পাশে রেখে মসজিদটি সংস্কারের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদকে দায়িত্ব দেয়া হয়। দেড়শো বছরের পুরাতন মসজিদকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংস্কার করে স্বরূপে রেখে পাশে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে।’

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন