মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শিরোনাম

হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি : জামায়াত আমির

মঙ্গলবার, জানুয়ারী ২৭, ২০২৬

প্রিন্ট করুন

যুবসমাজ যুদ্ধ করে প্রমাণ করেছে আধিপত্যবাদের কাছে মাথা নত নয়। গোলামি নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে হবে। যারা লুট করে টাকার পাহাড় গড়েছেন, তাদের পেটের ভেতর থেকে লুট হাওয়া টাকা বের করে আনা হবে। আমরা যদি ক্ষমতায় যাই পাঁচ বছরে বাংলাদেশের মানচিত্র পাল্টে দেব ইনশাল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে পথসভায় বক্তব্যকালে এসব কথা বলেন। গণভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, হ্যাঁ ভোটে আজাদি, না ভোটে গোলামি। আপনারা হ্যাঁতে ভোট দেবেন।

তিনি আরো বলেন, নিজের সন্তানকে বিদেশে নিরাপদে লেখাপড়া করতে পাঠিয়ে দিয়ে দেশের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেব না।

আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিবছর তাদের সম্পদের হিসাব জনগণের কাছে দিতে বাধ্য থাকবে। যাতে জনগণ নিশ্চিত হয় যে তাদের কোনো টাকা লুট হয়নি।

আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। একজন পিয়ন অপরাধ করে যে শাস্তি পাবেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সেই অপরাধে একই শাস্তি পাবেন। এটা থেকে কাউকে দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে নদী দিয়েছেন নেয়ামত হিসেবে। নদীর বহুমাত্রিক ব্যবহার আছে কিন্তু বিগত সময়ে এই নদীগুলোকে মেরে ফেলা হয়েছে।

অথচ এই নদী খননের জন্য প্রতিবছর ব্যাপক বাজেট ছিল, যা লুটেরারা লুট করে বিদেশে পাচার করেছে।

এ সময় পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মাগুরা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন