সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ম্যানহাটনে হকারের চোখে ছুরি মেরে ব্যাগ ছিনতাই

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
11304382 120521 midtown stabbing 1

নিজস্ব প্রতিবেদক: ম্যানহাটনের মিডটাউনে এক হকারের চোখে ছুরি মেরে তার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত ওই হকারকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় সময় রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম ৫০তম স্ট্রিট এবং ব্রডওয়েতে এ ঘটনা  ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, আহত ব্যক্তির বাম চোখে মারাত্মকভাবে জখম হয়েছে৷ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে খুঁজছে৷ 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন