সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ডেল্টার চেয়ে কম বিপজ্জনক ওমিক্রন বলছে মার্কিন গবেষকরা

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
Hadassah Hebrew University 1

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন স্বাস্থ্য  কর্মকর্তারা বলছেন করোনভাইরাসেে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়লেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে কম ভয়ানক। ওমিক্রমনের প্রাথমিক গতিবিধি পর্যাবেক্ষন করে এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। 
স্থানীয় সময় রোববার( ৫ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনি ফাউসি সিএনএনকে বলেছেন, ওমিক্রন কতটা সংক্রামক সে সম্পর্কে উপসংহার টানার আগে বিজ্ঞানীদের আরও তথ্যের প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার তথ্য পরামর্শ দিচ্ছে যে, নতুন এই ধরণের খুব বেশি মাত্রার তীব্রতা নেই।

সে কারণে ওমিক্রনে বড় ধরনের ঝুঁকি দেখছেন না মার্কিন শীর্ষ সংক্রামক ও রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। তার মতে ওমিক্রনের তীব্রতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আরো তথ্যের প্রয়োজন।

ফাউসি আরো বলেছেন, ওমিক্রনের তীব্রতার যে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে, সেটা বেশ আশাব্যঞ্জক। কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রয়োজনীয়তা রয়েছে। এখন পর্যন্ত ওমিক্রন দেখে যা মনে হচ্ছে এটি অতি সংক্রামক। তবে ঝুঁকি কম। 

ফৌসি বলেন, বাইডেন প্রশাসন বেশ কয়েকটি আফ্রিকান দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে। ওই দেশগুলোতে ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো। কিন্তু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ধরনের পদক্ষেপকে “ভ্রমণ বর্ণবাদ” বলে সম্মোধন করেছেন। 

জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা আরো বলেন, আমরা আশা করি  উপযুক্ত সময়ের মধ্যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবো৷ কেবল দক্ষিণ আফ্রিকা নয়, অন্যান্য আফ্রিকান দেশগুলিতে যে সমস্যা হয়েছে তার জন্য আমাদের দুঃখ হয়। উত্তর-পূর্ব, দক্ষিণ, গ্রেট সমভূমি এবং পশ্চিম উপকূল সহ রবিবারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় এক তৃতীয়াংশ রাজ্যে ওমিক্রন শনাক্ত করা হয়েছিল। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি বলেন, তাঁরা জনসাধারণকে টিকা নেওয়ার জন্য এবং বুস্টার শট নেওয়ার জন্য অনুরোধ অব্যাহত রেখেছেন। পাশাপাশি বাড়ির ভেতর থোে মাস্কসহ যাবতীয় সুরক্ষা মেনে চলার আহ্বান জানিয়েছেন৷ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ ডাঃ মারিয়া ভ্যান কেরখোভ সিবিএস-এর “ফেস দ্য নেশন”কে বলেছেন, ওমিক্রন ডেল্টার চেয়ে কম বিপজ্জনক প্রমাণিত হলেও এটি সমস্যাযুক্ত থেকে যায়। যদি অরেক ব্যক্তি এ ধরণে আক্রান্ত হয় তবে তাদের হাসপাতালে ভর্তি হতে হবে। তাদের আইসিইউতে যেতে হবে এবং কিছু লোক মারা যাবে।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, গেলো দুবছরে করোনায় আমেরিকাতে ৭৮০০০০ মানুষ মারা গেছেন। প্রতিদিন মারা যাচ্ছে প্রায় ৮৬০ জন। এছাড়া প্রতিদিন ৬৬০০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আগস্ট এবং সেপ্টেম্বরে ডেল্টা ভ্যারিয়েন্ট কমে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত এবং মৃত্যু প্রায় অর্ধেক কমে গেছে। কিন্তু প্রতিদিন ৮৬০০০ এর বেশি মানুষ প্রতিদিন সংক্রমিত হচ্ছে এই ভাইরাসে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন