সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদিরপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে একটি প্রচার গাড়ি কাদিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা একদল যুবক হঠাৎ করে গাড়িটির ওপর হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। হামলায় প্রচার গাড়িতে থাকা দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ‘হামলার ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন