সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিখোঁজের পর নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
png 20211206 071444 0000 1

নিজস্ব প্রতিবেদক: মদ্যপানের পর পর মারামারি করে নিখোঁজ হওয়ার একদিন পর নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটির ২২ বছর বয়সী ভিনসেঞ্জো লিরোসি নামে এক ছাত্রকে ক্যাম্পাসের পাশের একটি জলাভূমি থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে তাকে উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই শিক্ষার্থীর বন্ধু জর্ডান জানিয়েছে,শুক্রবার রাতে মদ্যপানের পর ভিনসেঞ্জো লিরোসি নিখোঁজ হয়ে যায়। পরে শনিবার সকালে বন্ধুদের সাথে একটি পার্টিতে দেখা যায় তাকে। এসময় সে বিবাদে জড়িয়ে পড়ে। পরে দলের বাকিরা তাকে বের করে দেয়। এর প্রায় দুই ঘণ্টা পর  লিরোসির নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। 

ডারহাম পুলিশ প্রধান রেনে কেলি বলেছেন, আমরা তার নিখোঁজের খবর জানতে পেরে তাকে খোঁজা শুরু করি। চিন্তা করেছিলাম তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে তার বাবা-মার মুখে হাসি ফুটাবো। কিন্তু আমরা তাকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছি। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের করা হবে৷ 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন