সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জুম মিটিং করে বেটার ডট কমের ৯০০ কর্মী ছাঁটাই

সোমবার, ডিসেম্বর ৬, ২০২১

প্রিন্ট করুন
better dot com zoom firing comp 3 1

চলমান ডেস্ক: নিউইয়র্ক ভিত্তিক অনলাইন বন্ধকী ঋণদাতা প্রতিষ্ঠান বেটার ডট কমের ৯০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেই সাথে কর্মীদের কর্মদক্ষতার প্রশ্ন তুলে ‘চোর’ হিসেবে সম্মোধন করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) বিশাল গর্গের অভিযোগ, সাম্প্রতি তার প্রতিষ্ঠানের কর্মীরা ঠিক মতো কাজ করছেন না। চার সপ্তাহ আগে ফার্মটি মিসড টেলিফোন কল রেট, ইনবাউন্ড এবং আউটবাউন্ড কলের সংখ্যা, গ্রাহকের সাথে মিটিং করতে দেরি অন্যান্য মেট্রিক্স সহ কর্মচারীদের কাজের ডেটা পর্যালোচনা করা শুরু করে। পরে তাদের কাজে খুঁত পেয়ে এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। 

জুম কলে গর্গ ছাঁটাই করা কর্মীদের বলেছিলেন যে সংস্থাটি প্যাকেজের অংশ হিসাবে চার সপ্তাহের বিচ্ছেদ এবং এক মাসের সম্পূর্ণ সুবিধা এবং সেইসাথে অন্যান্য সুবিধা দেওয়া হবে ।

এইদিকে প্রতিষ্ঠানটির সিইওর এমন কর্মকান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। ইতিমধ্যে জুম মিটিংয়ের একটি রেকর্ডিং ভাইরাল হয়েছে। যাতে তাঁর (সিইও) বাজে ব্যবহার পরিলক্ষিত হয়েছে বলে নেটিজেনদের অভিযোগ। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন