ঢাকা: শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র চ্যালেঞ্জ-২০২১।’ শুরু হয়েছে।
ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াামে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার আবদুল মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসান উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম দিনে পুরুষ এককে জয় পেয়েছেন বাংলাদেশের শাহেদ আহমেদ, সোলায়মান আকিব ও রাজু আহমেদ।
তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশ নিচ্ছেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন