বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ট্রাক কেড়ে নিলো নোবিপ্রবির মেধাবী মুখ, সড়ক অবরোধে সহপাঠীরা

মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১

প্রিন্ট করুন
received 328964925736535 1

নোবিপ্রবি প্রতিনিধিঃ 

বেপোরোয়া ট্রাক আবারও কেড়ে নিল মেধাবী প্রাণ।এক্সিডেন্টের ঘটনাটি ঘটে আজ ৭ ডিসেম্বর, মঙ্গলবার বেলা প্রায় ২ টার দিকে।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ISLM ডিপার্ট্মেন্টের ৩য় বর্ষের মেধাবী মুখ অজয় মজুমদার।সে  বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় গতিশীলতার কারণে ছিটকে রাস্তায় পড়ে যায়,অন্যতম ব্যস্ত রাস্তার পিছন দিক থেকে বেপরোয়া গতিশীল ট্রাক আসতে থাকে।রাস্তায় পড়ে যাওয়া অজয় মজুমদার কিছু বুঝে উঠার আগেই তার উপর দিয়ে ট্রাক চলে যায়। আর সাথে সাথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এই নিথর দেহ নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বিবেচনাপূর্বক  মৃত্যু নিশ্চিত ঘোষণা করেন। এই নির্মম ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, একজন শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়াণ কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা কঠিন। তার প্রয়াণে একটি সম্ভাবনার মৃত্যু ঘটল।সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী সুলতান আহসান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে। আমরা গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি।এই অপমৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় অবরোধ গড়ে তুলে।শিক্ষার্থীদের একটাই দাবি অজয় হত্যার বিচার চাওয়া আর নিরাপদ সড়ক নিশ্চিত করা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন