বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নোবিপ্রবিতে ছাত্র-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বুধবার, ডিসেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
received 4634603203229754 1

নোবিপ্রবি প্রতিনিধিঃ

গতকাল বেপোরোয়া ট্রাক কেড়ে নেয় মেধাবী প্রাণ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অজয় মজুমদার এর। তারই প্রেক্ষিতে আজ (৮ ডিসেম্বর)  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অজয় মজুমদারের ক্লাসমেট দের বক্তব্যে বলা হয়,  করোনার পর প্রথম ক্লাসে যখন স্যার প্রশ্ন করে এতো দিন পর তোমাদের  কার কি  স্বপ্ন? উত্তরে অজয় বলেছিল, এতদিন অনেক সময় নষ্ট হয়েছে তাই আর সময় নষ্ট না করে মানুষের সেবায় কাজ করতে চাই,অনার্স শেষ করে বাবা মা র স্বপ্ন পূরণ করতে চাই।

তার বন্ধু অর্থনীতির ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফনান ইয়ামিন বলেন, তার পরিবারের আশার আলো বলতে একমাত্র সেই। তাই তার একটাই দাবি যে,পরিবারের কাউকে এই বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার ব্যবস্থা করতে হবে।পাশাপাশি ভার্সিটির মেডিকল রুম এর অপর্যাপ্ত ইকুইপমেন্ট প্রতি নজর দিতে বলছেন, আজ যদি অজয় আহত হওয়ার পর দীর্ঘ ৪৫ মিনিট ধরে মাইজদী না নিয়ে ১০ মিনিটের রাস্তায় ভার্সিটির মেডিকেলে নিয়ে আসার উপায় থাকতো তাহলে হয়তো বা বন্ধু কে বাঁচানো সম্ভব হতো।
তার আরেক বন্ধু বলে,অজয় মালেক হলের আবেদন করেও সীট না পাওয়ায় মাইজদিতে মেসে অবস্থান করতে হচ্ছে বিধায় তাকে জীবন দিতে হয়েছে। তাই অতি শীঘ্রই ১০০% আবাসন ব্যবস্থা করতে হবে।

 বাইজেদুল ইসলাম মজুমদার, ব্যবসায় প্রশাসনের ১৩ তৃম ব্যাচের শিক্ষার্থী বলেন, প্রশাসন এতো পরে কেন আমাদের দাবি শুনতে আসলো?আমরা আমাদের ভাইকে, বন্ধুকে হারিয়েছি,মা তার ছেলেকে হারিয়েছে আর একজন লাশের বিনিময়ে কেন মত বিনিময়?  তিনি আরও বলেন বাসের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিতে হবে।কিছুদিন আগেও অর্থনীতির ১ম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক নামের শিক্ষার্থী বাস থেকে পরে আহত হন।তাই বাসগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। আপনারা আমাদের ক্যাম্পাসের বাবা-মা,আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

১৪ তম ব্যাচের জোভান আহমেদ নাইম বলেন,২০১৭ সালে এক আপু মারা যাওয়ার পরও কোনো দাবি কেন  গৃহিত হয় নি।তাই নির্দিষ্টভাবে ডেট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করতে হবে ফুটপাত বর্ধন সহ। সোনাপুর জিরো পয়েন্ট এ অজয় চত্বর নামে স্থাপনা করতে হবে। রাস্তায় পয়েন্টে পয়েন্টে সঠিক চিহ্নিত নিদর্শন গুলো স্থাপন করতে হবে।সেই সাথে আজকে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে মসজিদ মন্দিরে তার বিদেহি আত্মার মগফেরাতের ব্যবস্থা করতে হবে।

প্রতিউত্তরে প্রক্টর স্যার বলেন, আমরাও ঢাবিতে পরাশোনা অবস্থায়ও ঝুলে ঝুলে ক্লাস করেছি,তিনি নিজেও বাস থেকে পরে গিয়েছিলেন আহত হয়েছিলেন এমনটা বলে শান্ত্বনা দেন। পক্ষান্তরে, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাইমিনুল ইসলাম বলেন, আহত স্টুডেন্টের সাথে সরাসরি দেখা করার পর,তিনি প্রক্টর ও ভিসি স্যারকে অবহিত করেন এবং বিআরটিসির সকল ড্রাইভারদের তিনি সচেতন হওয়ার আহবান জানান।

সকলের দাবি দাওয়ার উত্তরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  প্রক্টর স্যার জনাব ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এসব দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন হবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গতকাল সোনাপুর জিরো পয়েন্ট থেকে মান্নাননগর যাওয়ার পথে সিএনজি থেকে নামার সময় গতিশীলতার কারণে ছিটকে রাস্তায় পড়ে যায়,অন্যতম ব্যস্ত রাস্তার পিছন দিক থেকে বেপরোয়া গতিশীল ট্রাক আসতে থাকে।রাস্তায় পড়ে যাওয়া অজয় মজুমদার কিছু বুঝে উঠার আগেই তার উপর দিয়ে ট্রাক চলে যায়। আর সাথে সাথেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এই নিথর দেহ নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বিবেচনাপূর্বক  মৃত্যু নিশ্চিত ঘোষণা করেন।

আরএইচ/ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন