নিজস্ব প্রতিবেদক: টর্নেডো ও ঝড় হাওয়ার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের এডওয়ার্ডসভিল কারখানায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাড়িয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) রাত আটটার দিকে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্য আঘাত হানে টর্নেডো। এসময় ভবনে বেশ কয়েকজন কর্মী আটকা পড়ে। পরে শনিবার (১১ ডিসেম্বর) সকালে দুজনের মৃত্যু খবর পাওয়া যায়। পরে রাত পর্যন্ত আরো চারজন সহ মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ফায়ার সার্ভিসের প্রধান জেমস হোয়াইটফোর্ড জানিয়েছেন, অন্তত ৪৫ জন অ্যামাজন কর্মী ধ্বংসস্তূপ থেকে নিরাপদে বেরিয়েছেন। ভবন ধসে আটকা পড়াদের নিরাপদে উদ্ধার নিয়ে কর্তৃপক্ষ শঙ্কিত ছিলো। তবে অনেকজনকে নিরাপদে উদ্ধার করা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনের প্রাণহানি ঘটেছে।
পুলিশ প্রধান মাইক ফিলব্যাক সাংবাদিকদের বলেছেন, ইলিনয়ের এডওয়ার্ডসভিলে কারখানায় আটকা পড়া শ্রমিকদের উদ্ধারকারীদের হিসেবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে টর্নেডো আঘাত হানার সময় প্রায় ৫০ জন শ্রমিক গুদামে ছিলো। অন্তত ৩০ জন শ্রমিক ঘটনাস্থল থেকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। কেউ কেউ নিজে গন্তব্যে পৌঁছেছেন।
মুখপাত্র কেলি নাটেল বলেছেন, “ঝড়ের কবলে পড়ে আমাজন পরিবারের সদস্যরা মারা যাওয়ার খবরে আমরা গভীরভাবে দুঃখিত। এটি একটি বেদনা দায়ক ঘটনা। আমরা নিহতের পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছি।
ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার টুইট করেছেন: “আমারা এডওয়ার্ডসভিলের জনগণের সাথে আছি। তাদের যে কোন প্রয়োজনে আমরা সচেষ্ট আছি।
এর আগে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস শুক্রবার রাতে আরকানসাস, টেনেসি, মিসৌরি এবং ইলিনয় সহ বেশ কয়েকটি রাজ্যের টর্নেডো সতর্কতা জারি করেছিল।
এইদিকে টর্নেডোর কবলে পড়ে কেনটাকি অঙ্গরাজ্যে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন