শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

চিরঞ্জীব মুজিব’ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা ৩১ ডিসেম্বর

রবিবার, ডিসেম্বর ১২, ২০২১

প্রিন্ট করুন
Chironjib mujib 1

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ আগামী ৩১ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির তিনটি পোস্টারে সইয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন।

রোববার (১২ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।  

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে চলচ্চিত্রটির পরিচালক ও সংলাপ রচয়িতা নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ ও প্রযোজক লিটন হায়দার এ সময় উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র নির্মাণে সময় দেবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ও অন্য ভাষা-ভাষীসহ কোটি কোটি মানুষ গ্রন্থটি পড়েছে। কিন্তু এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়নি। এ চলচ্চিত্রের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম ও প্রযোজক লিটন হায়দারকেও অসংখ্য ধন্যবাদ।’

সচিব মো. মকবুল হোসেন চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন