নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া বার্তার পর এবর ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সাবধান করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) তিনি এই সতর্কবার্তা দেন।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে “খুবই গুরুতর পরিণতির” সম্মুখীন হতে হবে এমন বিষয় উল্লেখ কর অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি ইউক্রেন সীমান্তে রুশ সেনা বেড়েছে। আমরা তাদের গতিবিধি পর্যাবেক্ষণ করছি। তাঁরা ইউক্রেনের বিরুদ্ধে নতুন করে আগ্রাসনের পরিকল্পনা করছে। তিনি বলেন, যদি রাশিয়া এভাবে সীমান্তে তাদের শক্তিজড়ো করে এবং ইউক্রেনের উপর হামলা চালায় তাহলে এর জন্য চরম মূল্য দিতে হবে।
ব্লিঙ্কেন বলেন, রাশিয়ান পদস্থ এক ব্যক্তি বলেছেন তিনি প্রেসিডেন্ট বাইডেনের সাথে মুখোমুখি বৈঠক করতে চান। তবে এটি হওয়ার জন্য আগে রাশিয়াকে সীমান্ত থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে। আমরা রাশিয়াকে পূর্ব ইউক্রেনের সংঘাতের সমাধান করতে এবং ইউক্রেনকে তার সীমানা ফিরিয়ে দেওয়ার জন্য ইউক্রেনের সাথে ইউরোপীয়দের সাথে কূটনীতি এবং কূটনৈতিক সংলাপে নিযুক্ত দেখতে চাই।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুই ঘন্টা ধরে ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছরের শুরুর থেকে সীমান্তে রাশিয়া অন্তত এক লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। যে কোনও সময়ে মস্কো তাদের উপরে হামলা চালিয়ে গোটা ইউক্রেন দখল করে নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে কিভ। দু’দেশের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে দেখা গিয়েছে আমেরিকাকে। মূলত সেই জন্যই দুই নেতা বৈঠকে বসেন।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন