বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে মেম্বার মোহনের কম্বল বিতরণ

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে মেম্বার মোহনের কম্বল বিতরণ 1

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো:

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য দানবীর হাজী রহম আলীর দৌহিত্র ও হাজী আবুল হাশেম তালুকদারের পুত্র জমিদার মহিউদ্দিন তালুকদার মোহনের ব্যক্তিগত উদ্যোগে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় মঘাইছড়ি হাজী রহম আলী জামে মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  মঘাইছড়ি মহল্লা সর্দার মোঃ মোস্তাফিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মাহবুল আলম, নুরুল ইসলাম, মোঃ কাউসার, মোঃ মুফিজ, মোঃ হারুন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন প্রমূখ।
শীত বস্ত্র গ্রহণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব নারী পাখি আকতার বলেন, গত কয়েকদিনের তীব্র শীতে রাতে ঘুমাতে খুব কষ্ট হয়েছে। মেম্বার সাহেবের দেয়া কম্বল পেয়ে সেই কষ্ট লাঘব হবে।

মহিউদ্দিন তালুকদার মোহন বলেন, মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে, তাদের অনেকেরই গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে। তাই সমাজের বিত্তশালী ব্যাক্তিদের প্রতি অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানাই।

তিনি আরও বলেন, আমার পারিবারিক পক্ষে শীতার্তদের মাঝে এই গরম কাপড় বিতরণ অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন