বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক (হাসিব) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী।
শুক্রবার (১৭ ডিসেম্বর) এক শোকবার্তায় বিভাগীয় সভাপতি বলেন, আজ সকাল ৯টায় জানতে পারি চবি আরবি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফারুক ইন্তেকাল করেছেন। তার দুলাভাই শামীম জানান, হাছিব সপ্তাহ ধরে বেশি অসুস্থ ছিল। রাত দুইটার দিকে পটুয়াখালি জেলার রাঙাবালি উপজেলায় নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দিন। আমীন।
হাসিবের ৫ ভাইবোন। তারা দুই ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মা-বাবা দুজনই বেঁচে আছেন।
আমরা তার জন্য দো‘আ করছি। মহান আল্লাহ যেন তার পরিবার, তার সহপাঠী, তার শিক্ষকবৃন্দসহ সকল আত্মীয়-স্বজনকে শোক সহ্য করা এবং “সবরে জামীল” অবলম্বন করার তাওফিক দেন। আমীন।
উল্লেখ্য, হাসিব দীর্ঘদিন ধরে জটিল লিভার রোগে আক্রান্ত ছিলেন। পারিবারিক অস্বচ্ছতার জন্য ভালো চিকিৎসা করানো যায় নি। এরপর তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদ এবং আত্মীয়স্বজনের সহায়তায় ঢাকায় চিকিৎসা গ্রহণ করেন।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন