নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ব্রুকলিনে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে ক্রাউন হাইটসের ইস্টার্ন পার্কওয়ে এবং ইউটিকা অ্যাভিনিউয়ের সংযোগস্থলে গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি।
জানা গেছে, নিহত ওই ব্যক্তি হাতে ছুরিসহ রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এসময় তার চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালায়।
কিংস কাউন্টির পুলিশ জানায়, গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। তবে তার নাম পরিচয় এখনো শনাক্ত হয় নি।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন