সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে করোনায় মৃত্যু ৬০ হাজার

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
NewYork20200427051435

ইফতেখার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে অন্তত ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

সিডিসির তথ্য মতে,  সিটিতে এখনো পর্যন্ত  ৬০ হাজার ২৫৩ জনের মৃত্যু হয়েছে। পুরো আমেরিকায় সেই সংখ্যা ৮ লক্ষ। আর চলতি বছরের মার্চের পর থেকে সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে প্রায় ১০ হাজার মানুষ। 

রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৯ হাজার ৮৪ জন। তবে এই তথ্য কিছু রিপোর্ট ঘাটতি থাকতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। 

এইদিকে সিটিতে এখনো পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩০ লক্ষ ৫৯ হাজার ৮২ জন। বর্তমানে সিটিতে ৫ লক্ষ ৫১ হাজার ৯২৬ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে সিটির কিংস কাউন্টি। কিংসে এখনো পর্যন্ত ১১ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। আর সর্বনিম্ন মৃত্যু হয়েছে হ্যামিল্টনে। কাউন্টিতে এখনো পর্যন্ত কেবল ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

তবে আশার বিষয় হচ্ছে গত কয়েকদিন সিটিতে প্রায় ২১ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হলেও গত দুদিন সেই সংখ্যা কিছুটা কমেছে। সিটির সেন্টার ফর পাবলিক পলিসির বিশ্লেষণ অনুসারে, জানুয়ারির মাঝামাঝি সময়ে মৃত্যুর সংখ্যা ছিলো গড়ে ১৭৫। গত শুক্রবারে ৫৮ জন মারা গেছে যা গত ডিসেম্বরে গড়ে ১০২ জন করে মৃত্যুর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। যা ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। 

সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের স্কুল অফ পাবলিক হেলথের ডিন আয়মান এল-মোহান্দেস বলেন, আমরা সৌভাগ্যবান যে বয়স্ক লোকদের টিকা নিতে এবং তাদের বুস্টার পেতে রাজি করাতে পেরেছি। আমাদের মৃত্যুর হারও সম্প্রতি কমে এসেছে। তবুও ৬০ হাজার মানুষের প্রাণ হারানোর ভয়াবহ মাইলফলকটি পুরো রাজ্যের জন্য দু:খজনক।

এল-মোহান্দেস সতর্ক করে আরো বলেন,  ওমিক্রন ঢেউ এখনও হাসপাতালগুলিকে আচ্ছন্ন করতে পারে। রোগীর যত্ন ব্যাহত করতে পারে এবং ইতিমধ্যেই চিকিৎসা কর্মীদের স্ট্রেস পোড়াতে পারে  যার ফলে শ্রমের ঘাটতি দেখা দিতে পারে। আমরা একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে একটি সংকট পর্যায়ে চিরতরে টিকিয়ে রাখতে পারি না। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্রমাগত সংকট মোডে মোকাবেলা করার জন্য তৈরি করা হয়নি। আমাদের এসব বিষয়ে নজর দিতে হবে।

প্রাক্তন সিডিসি ডিরেক্টর এবং নিউ ইয়র্ক সিটির প্রাক্তন স্বাস্থ্য কমিশনার টম ফ্রিডেন টুইটারে এত লোকের মৃত্যুকে থ্রেড হিসেবে উল্লেখ করে বলেছেন , করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নি। আমাদের আরো সতর্ক থাকতে হবে। ফ্রিডেন আরো বলেন, বয়স্ক প্রাপ্তবয়স্করা কোভিড থেকে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সর্বোচ্চ ঝুঁকির সম্মুখীন হয়। তাই তাদের প্রয়োজনী সুরক্ষা মেনে চলা উচিত।

সম্প্রতি নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল সতর্ক করে বলেছেন, মানুষ ওমিক্রনের শক্তিকে অবমূল্যায়ন করছে। আমরা যে পরিস্থিতির মধ্যে আছি সে সম্পর্কে আমি আজকে কিছু বলেছি,  কেউ কি শুনেছেন? আমরা সংকটময় পরিস্থিতিতে আছি, মানুষ মারা যাচ্ছে! তিনি সকলকে অনুরোধ করে বলেন, আপনারা নিজেদের যত্ন নিন। নিজে সুস্থ থাকুন পরিবার ও চারপাশ সুরক্ষিত রাখুন। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন