বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

দুই পাঞ্জেগানা মসজিদে অনুদান দিলো ‘উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ’

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 38 1

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫ নম্বর লালানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব গজালিয়া গ্রামের পেকুয়ারকুল জামে মসজিদসহ দুইটি পাঞ্জেগানা মসজিদের জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মসজিদ কমিটির পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  শামসুল আলম তালুকদার ও ইউপি সদস্য মোহাম্মদ এমজাদের হাতে এই নগদ অর্থ তুলে দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আবদুল গফুর। 
পরে মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল গফুর ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন এ্যাপিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিডি মিডিয়া ও দক্ষিণ নিশ্চিন্তাপুর ঐক্য পরিষদের পক্ষে মোঃ দিদারুল আলম।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল গফুর বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের আহবানে সাড়া দিয়ে ২০২০ সালে করোনাকালীন সময়ে দেশ তথা রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের দূর্দশার কথা চিন্তা করে  যাত্রা শুরু করে আমাদের এই সংগঠন। ইতোমধ্যে আমরা নানা সামাজিক কাজে আর্থিক সহায়তা করেছি। কয়কদিন আগে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরের বাসিন্দা দুই কিডনি হারানো রফিকের চিকিৎসার জন্য এবং লালানগরের এক বোনকে সেলাই মেশিন ক্রয়ে নগদ অর্থ সহায়তা দিয়েছি। 

ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন, আজকে আমাকে যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে এই স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করবে। আসলে সম্মাননা বা ক্রেস্ট পাওয়াটা বড় কথা নয় ; মানুষের জন্য যে কিছু করতে পেরেছি সেটাই বড় পাওয়া। এই স্বীকৃতি আমি আমার সংগঠনের সকল সদস্যদের মধ্যে উৎসর্গ করছি। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন।

উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম তালুকদার বলেন, দেশের প্রতিটি দুর্যোগে প্রবাসীদের সহযোগিতা অতীতের ন্যায় এখনও অব্যাহত আছে। আমরা প্রবাসীদের ঋণ কোনোদিন শোধ করতে পারব না। সারা বিশ্বের মানুষ করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে নানাবিদ সংকটে পড়েছেন। তারপরও দেশে সমাজ উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি মো: নজরুল ইসলাম, মো: ফিরোজ, সাধারণ সম্পাদক লোকমান হোসেন এ্যাপি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদ বিন মো: আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবদুল জব্বার, মেম্বার মো: কাজী মঈন, মুহাম্মদ আলী সাইফুল ইসলাম সাইফু প্রমূখ।

প্রসঙ্গত, করোনাকালে দেশের মানুষের দুর্দশায় পাশে দাঁড়াতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রাঙ্গুনিয়ার প্রবাসীরা ২০২০ সালে গড়ে তুলেছেন ‘উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে আর্থিক ও মানবিক সহযোগিতা, মসজিদ মাদ্ররাসা, দাতব্য প্রতিষ্ঠানসহ বিভিন্ন আর্থসামাজিক ও উন্নয়ন কর্মকান্ডে আর্থিক সহযোগিতা করে আসছে।

মতিন/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন