সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মিনেসোটায় এক বাড়ি থেকে শিশুসহ সাত জনের মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 39 1

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিনেসোটায় একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটার দক্ষিণ মুরহেডের ওই বাড়িটি থেকে চারজন প্রাপ্তবয়স্ক ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে,  ওইদিন রাতে নিহদের পরিবারের অপর কয়েকজন সদস্য তাদের সাথে দেখা করতে আসে। এসময় তারা বাড়িতে সাতটি লাশ দেখতে পায়। পরে জরুরি সেবায় ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। 

মুরহেড পুলিশ বিভাগের এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার শিকার সাতজনের মধ্যে কী সম্পর্ক ছিলো তা এখনো জানা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন ভয়ানক সহিংসতার কারা ঘটিয়েছে তা জানতে ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

আইআই/ সিএন 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন