রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

শব্দহীন পৃথিবীতে ডাকাতের বিরুদ্ধে লড়লো দম্পতি

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 40 1

নিজস্ব প্রতিবেদক: স্বামী-স্ত্রী দুজনেই বধির। গত ৫ ডিসেম্বর ব্রঙ্কসের ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউর একটি  দোকানে গিয়েছিলেন খাবার কিনতে। তারা দুজনে একটি ইলেকট্রিক বাইক ব্যবহার করছিলেন। তারা বাইক থেকে নামার পর এক লোক লম্বা ছুরি নিয়ে আক্রমণ করে তাদের। লোকটি বাইক ছুরি করার চেষ্টা চালায়। তবে এই চোরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে নিজেদের শখের বাইকটি রক্ষা করেন এই দম্পতি। 

সোমবার (২০ ডিসেম্বর) একজন অনুবাদকের মাধ্যমে ভুক্তভোগী মিগুয়েল কোলন ও তার স্ত্রী এসব তথ্য জানায়। তারা বলেন, লোকটি আমাদের উপর আক্রমণ করে। আমাদের বাইক নিয়ে যেতে চায়। এসময় আমরা লাফিয়ে উঠি ; সব কিছু ছেড়ে দেই। ঘটনাক্রমে আমাদের আইফোন সেটটি পড়ে যায়। পরে সেই চোর ফোনটি নিয়ে পালিয়ে যায়। 

কোলন বলেছিলেন, তার কাছে একটি নতুন ফোনের জন্য টাকা নেই এবং তিনি আশা করেন যে পুলিশ তার কাছ থেকে চুরি করা জিনিস খুঁজে পাবে।

কোলন এবং তার স্ত্রী বধির। তারা যোগাযোগ করতে সাহায্য করার জন্য তাদের ফোনে অনুবাদ পরিষেবার উপর নির্ভর করে। স্বামী-স্ত্রী দুজনেই খাদ্য শিল্পে কাজ করেন। তাদের পৃথিবী শান্ত কিন্তু তাদের সাহসিকতা ছিল উচ্চ এবং স্পষ্ট।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন