ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ২০ মাস অস্থায়ীভাবে বন্ধ থাকার পর এটা ফের চালু হচ্ছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি২০৭ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর একটা দশ মিনিটে। এরপর সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর দুইটা ১৫ মিনিটে ও ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত আটটায়।
ফিরতি ফ্লাইট বিজি২০৮ ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত আটটায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পর দিন দুপুর ১২টায় এবং সিলেট থেকে দুপুর একটায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে একটা ৪৫ মিনিটে। যাত্রীদের ভ্রমণকে অধিক আরামদায়ক করার জন্য বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিমান বাংলাদেশ জানায়, আগামী ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৫ মার্চ পর্যন্ত এ রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রোববার ফ্লাইট বিজি২০৭ ঢাকা থেকে দুপুর সাড়ে ১২টায় যাত্রা করে সিলেট পৌঁছাবে একটা দশ মিনিটে। এরপর সিলেট থেকে দুপুর দুইটা ১৫ মিনিটে যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত আটটায়। ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকাল চারটা ৪৫ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পর দিন সকাল আটটা ৪৫মিনিটে ও সিলেট থেকে সকাল নয়টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে দশটায়।
যাত্রীরা বিমানের যে কোন সেলস অফিস বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (২৪/৭): মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০-৯৯৭৯৯৭ ও অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কিনতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন