নিজস্ব প্রতিবেদকঃ
নিউইয়র্ক পুলিশ বিভাগে ছয় বাংলাদেশি পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে একজন পেয়েছেন লেফটেন্যান্ট বাকিরা সার্জেন্ট পদে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এনওয়াইপিডি’র পুলিশ একাডেমীতে জমকালো এক অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার ডারমোট শিয়া।
পদোন্নতি প্রাপ্তরা হলেন- মেহবুবুর রেহামান (পারভেজ),মোহাম্মদ ইমরান, সাইদ সিদ্দিকী , মোহাম্মদ আবদুল আজাদ , এমডি আবুবকর সিদ্দিক , সৈয়দ হুসেন। এর মধ্যে মেহবুবুর রেহামান (পারভেজ) লেফটেন্যান্ট পদে বাকি সবাই সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতিপ্রাপ্ত লেফটেন্যান্ট মেহবুবুর রেহামান (পারভেজ) নিউইয়র্ক শহরের জনগণকে সুরক্ষা ও সেবা প্রদান করার জন্য ২২ বছর বয়সে পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং ১১ বছর ধরে সিটি-ওয়াইড টাস্ক ফোর্স এবং অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সাথে কাজ করেন। গত বছরে পারভেজ ব্রুকলিন সাউথ বরো ক্রাইম ইউনিটে চলে আসেন এবং লেফটেন্যান্টে তার সাম্প্রতিক পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত সেখানেই কাজ করেন।
পারভেজ ১১ বছর বয়সে বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাবা তোফাজ্জল হুসেন এবং মা আফিয়া বেগম সহ ৬ ভাইবোন নিয়ে। পারভেজ জন জে কলেজ থেকে ফৌজদারি বিচারে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী জোয়ানা এবং তাদের ২ সন্তানের পিতা।
আরএইচ/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন