নিজস্ব প্রতিবেদক: শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি বলেছেন, “বড়দিনের উৎসবে পরিবারের সাথে উপভোগ করতে কোন বাধা নেই। তবে লোকসমাগম বাড়িয়ে বড় করে আয়োজন করা হলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনকি করোনার বুস্টার ডোজ নিলেও সে ঝুঁকি কোনমতেই কমে না।” বুধবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
অ্যান্থনি ফৌসি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বড়দিনের ছুটি পালন করছে। করোনাভাইরাসের বর্তমান ভয়াবহ ধরণ ওমিক্রন রূপের কারণে সংক্রমণের বৃদ্ধি পাওয়ায় অনেককে ভ্রমণ বাতিল করতে হয়েছে। আবার প্রিয়জনের সাথে দেখা করতে এবং ছুটির দিনের অনুষ্ঠানে যোগ দিতে এখন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কারণ বড় অনুষ্ঠানে লোকসমাগম বেশি হবে। কিন্তু তারা করোনা টিকা নিয়েছেন কি না তা নিশ্চিত নয় ; এমন পরিস্থিতিতে যে কেউ সংক্রমিত হতে পারে। যদি সে বুস্টার ডোজ নিয়েও থাকে। “
দক্ষিণ আফ্রিকা এবং স্কটল্যান্ডের গবেষণার উদ্ধৃতি দিয়ে ফৌসি বলেছেন, “প্রাথমিক প্রমাণগুলি নির্দেশ করে যে ওমিক্রন ডেল্টা ধরনের চেয়ে কম গুরুতর, তবে আমেরিকানদের সতর্ক থাকতে হবে। এটি একটি ভাল খবর। তবে আমাদের নিজস্ব জনসংখ্যার নিজস্ব জনসংখ্যাগত বিবেচনায় কী ঘটে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিরেক্টর রোচেল ওয়ালেনস্কি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সাত দিনের গড়ে করোনা সংক্রমণ আগের সপ্তাহ থেকে ২৫ শতাংশ বেগেছি। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ করোনার নতুন ধরণ ওমিক্রণ। যা দেশটিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
আইআই/ সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন