নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাকের ধাক্কায় দুই পথচারী সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে আপার ইস্ট সাইডে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি পূর্ব ৬১ তম স্ট্রিটের পশ্চিম দিকে যাচ্ছিলো। এসময় তৃতীয় অ্যাভিনিউতে ডান দিকে মোড় নেওয়ার সময় ট্রাকের ধাক্কা লাগে সাইকেলের উপর। এতে সাইকেল আরোহী নিহত হোন।
পুলিশ জানায়,ম্যানহাটনে ট্রাকের ধাক্কায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। তাদের একজন ৩৭ বছর বয়সী এবং আরেকজন ৪৭ বছর বয়সী। তাদের নিউইয়র্ক প্রেসবিটারিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে তারা দুজনেই মারা যায়। ঘটনাস্থলে ট্রাক চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও জানায় পুলিশ।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন