চলমান ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় উৎসব ও বাক বিজয় মেলা করেছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)। শনিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় স্টাম্ফফোর্ড সিটির কলনন মিডিল স্কুলে জাকজমকপূর্ণভাবে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত মোবাইল কন্সুলেট সার্ভিস দেয়া হয়। ছিল কাপড়, জুয়েলারী, শাড়ী ও খাবারের দোকানসহ বিভিন্ন ধরনের স্টলের পশরা। এতে প্রায় ৩০০ জনের অধিক বাংলাদেশী বাকের নতুন মেম্বারশীপ নেন। উৎসবে কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিকাল পাঁচটা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে শিশু-কিশোর ও বয়স্কদের মিলন মেলা।
বাকের সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী মেলায় আসা অতিথিদের স্বাগত জানান। অল্প সময়ের মধ্যে নব নির্বাচিত কমিটির প্রথম অনুষ্ঠানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, ‘স্থানীয় বাংলাদেশি কমিউনিটির স্বার্থে বাকের নব নির্বাচিত কমিটির মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করে আমাদের সংগঠনকে পরিচালনা করব।’ বিজয় দিবসের অনুষ্ঠানের মত অন্য ভাল অনুষ্ঠানগুলোতেও কানেকটিকাটের প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তারা। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বাকের নেতারা।
অনুষ্ঠানের আহবায়ক জাবের শফি ও সদস্য সচিব জাফর আহমদ বলেন, ‘কানেকটিকাটের স্টাম্পফোর্ডে এ প্রথম বার এত বড় আয়োজনের জন্য বাকের কর্মকর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
আয়োজনে মানুষের উপস্থিতি দেখে বাকের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল ও সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান চৌধুরী ও নাজিম আহমদ বাকের নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাকের সভাপতি নুরুল আলমের সৌজন্যে ৫০০ লোকের ডিনারের ব্যবস্থা করা হয়। এছাড়া পুরো আয়োজনের খরচ বহন করেন বাকের বর্তমান কমিটির কর্মকর্তা ও স্টাম্পফোর্ড কমিউনিটির নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট নিউইর্য়কের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এসএম নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন স্টাম্পফোর্ড সিটির মেয়র ক্যারোলিন সিমেন্স (ক্যারোলিন সিমেন্সের পক্ষ বক্তব্য দেন মেয়র অফিস সেক্রেটারী), বাংলাদেশ কন্সুলেট নিউইয়র্ক কাউন্সেলর ও কনসাল আয়েসা হক, সেক্রেটারি (ভিসা পাসপোর্ট ইউং) পাসুন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবীদ জিহাদুল হক জেহাদ, কমিউনিটি নেতা আব্দুল হক চৌধুরী কানু, কমিউনিটি নেতা নুরুল আফছার, মোহাম্মদ উল্লা, মোহাম্মদ হাসেম, অনুষ্ঠানের আহবায়ক জাবের শফি, সদস্য সচিব জাফর আহমদ।
গান পরিবেশন করেন তনিমা হাদি ও স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাকের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমদ রণি ও মহিলা সম্পাদিকা মেরিলিন মিথিলা গোমেজ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন