রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনায় কর্মী সংকটে নিউইয়র্কের ৩ টি সাবওয়ে লাইন বন্ধ

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
করোনায় কর্মী সংকটে নিউইয়র্কের ৩ টি সাবওয়ে লাইন বন্ধ 1

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ওমিক্রনের প্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ। এর প্রভাবে কর্মী সংকটে পড়েছে সাবওয়ে ট্রেনের তিনটি লাইন সাময়িক স্থগিত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সিটির পরিবহন কর্তৃপক্ষ জানায়,  বি এবং জেড সাবওয়ে লাইনগুলি ডাব্লুিউতে যোগ দিয়েছে। এখন উভয়ই করোনায় কর্মীদের ঘাটতির কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া ডাব্লিউকে বুধবার সারাদিন স্থগিত করা হয়েছিল এবং বৃহস্পতিবারও স্থগিত করা হয়েছে। বি এবং জেড লাইনগুলিও বৃহস্পতিবারের জন্যও স্থগিত করা হয়েছে। 

কর্তৃপক্ষ আরো জানায়, নিউইয়র্কের সকলের মতো আমরাও কোভিডের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের উপলব্ধ অপারেটরদের সাথে আমরা যতটা সম্ভব ট্রেন পরিষেবা চালাচ্ছি। সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। বিকল্প হিসাবে আপনারা ব্রুকলিনে কিউ ট্রেন এবং ম্যানহাটন এবং ব্রঙ্কসে ডি ট্রেন ব্যবহার করুন।”

সিটির পরিবহন দপ্তর জানায়, যাত্রীরা কুইন্সের এন ট্রেন বা ডব্লিউ লাইনের জায়গায় ম্যানহাটনের একটি আর ট্রেন ব্যবহার  করতে পারবে। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন