বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্সের টাকা ও আইপিএসের ব্যাটারী চুরি

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
রাঙ্গুনিয়ায় মসজিদের দানবাক্সের টাকা ও আইপিএসের ব্যাটারী চুরি 1

নিজস্ব প্রতিবেদক: ‘চোর শোনেনা ধর্মের কাহিনী’- এই প্রবাদটির আবারো প্রমাণ মিললো চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায়। দিনে দুপুরে উপজেলার আলমশাহ পাড়ার বায়তুর রহমত জামে মসজিদের দরজা ভেঙ্গে মসজিদের আইপিএসের ব্যাটারী ও ভেতরে থাকা দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে চুরির এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দুপুরে জোহরের নামাজ শেষ করে ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীরা মসজিদটি তালাবদ্ধ করে চলে আসেন। কিন্তু আছরের নামাজের মধ্যবর্তী সময় আনুমানিক দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে মসজিদের দক্ষিণ পাশের দরজা ভেঙ্গে মসজিদের আইপিএসের ব্যাটারী ও মসজিদের ভেতরে থাকা দানবাক্স ভেঙ্গে সব টাকা চুরি করে করে নিয়ে যায়।

মসজিদের মুয়াজ্জিন মো. ইমতিয়াজ আছরের নামাজের আজান দিতে এসে দেখতে পায় দানবাক্স ভাঙ্গা ও আইপিএসের ব্যাটারী নেই। অভিনব এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়। 

এদিকে গত শনিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘাগড়া খিল মোগল বাদামতলী এলাকার ছেমরুল্লাহ মিয়াজী জামে মসজিদ ও হযরত জয়নাল আবেদীন শাহ (র.) মাজারেও দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।

মতিন/আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন