নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের হারলেমে এক কিশোরীর (১৪) পায়ে গুলি করে আহত করার ঘটনা ঘটে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোর রাত ১ টার দিকে ফার্স্ট এভিনিউর ওয়েগার হাউজের বাইরে এ ঘটনা ঘটে।
আহত ওই কিশোরী পুলিশকে জানায়, সে একটি গুলির শব্দ শুনেছে। নিচের দিকে তাকিয়ে দেখতে পায় তার পায়ে গুলি লেগেছে।
পুলিশ জানায়, রাতে ইস্ট হারলেমে এক কিশোরীর পায়ে গুলি লেগেছে। বন্দুকদারী তাকে লক্ষ্য করেছে কি না সেটা নিশ্চিত নয়। তবে এর ঘন্টা খানেক আগে হারলেমে আরেক ব্যক্তির পেটে গুলি করা হয়। আহত ওই কিশোরীকে নিরাপদে হারলেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনা তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন