নিউইর্য়ক:
বেসিক ইসলামিক সেন্টারের (বিআইসি) সাধারণ সভা রোববার (২৬ ডিসেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক। পরিচালনা ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া। অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন হামিদুল হক।
সভায় গত কমিটির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়াসহ ১৯ জনের এক কমিটি গঠন করা হয়েছে।
আব্দুল হাকিম মিয়া তার প্রতিবেদনে বৈশ্বিক মহামারীতে বিপদগ্রস্থ ভাইদের সহযোগিতা, মৃত্যু ব্যক্তিদের জানাজা ও দোয়া, কুরআন ক্লাশসহ নিয়মিত বৈঠকের বিবরণ ব্যর্থতা ও ভুলের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক ও অর্থ প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরামর্শ দিয়ে বক্তব্য দেন গোলাম সারোয়ার, শেখ এস আলী, মোস্তফা কামাল, রুহুল আমিন সিদ্দিকি, খবির উদ্দিন ভূইয়া, মো. ফখরুল ইসলাম মাছুম, শামীম কাদেরী, একেএম তারেক, আবুল খায়ের মোল্লা, আব্দুল্লাহ আল মাুমন, কামাল হোসেন, তরারক আহমেদ, জামাল হোসেন, আবুল কালাম, সামসুদ্দীন, আলম প্রমুখ।
এছাড়া বাফেলো থেকে জুম অ্যাপে সভাপতি নাজমুল হক সাধারণ ও সম্পাদক আল আমিন লিপুসহ প্রায় ৪০জন সদস্য অংশ নেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন