বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

সম্পর্ক না করলে অপহরণ, এসিড মারারও হুমকি, র‌্যাবে ধরা শিক্ষক

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 02T033207.400 1

সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ভাটিয়ারী হতে ব্যক্তিগত মুহুর্তের আপত্তিকর ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর একটার দিকে মো. নুর উদ্দিন (২৯) নামের ওই যুবককে আটক করা হয়। সে ভাটিয়ারীর মৌলভী পাড়ার মৃত মোহাম্মদ মিয়ার ‍পুত্র।

র‌্যাব ৭ জানায়, গত ২৬ ডিসেম্বর ওই এলাকার মো. ইউছুফ (৬০) র‌্যাব-৭ এর কাছে লিখিত অভিযোগে জানান যে, তার মেয়ে ভাটিয়ারী বিজয় স্বরনী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। মো. নুর উদ্দিন ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার মেয়ে কলেজে পড়ার আগে ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় পড়াশোনা করত। মেয়ে নবম শ্রেণিতে থাকতে স্কুলে আসা যাওয়ার পথে নুর উদ্দিন বিভিন্নভাবে প্রেম নিবেদন করত। মেয়ে নুর উদ্দিনের কথায় রাজী না হওয়ায় স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় হুমকি দিতে থাকে যে ‘তার সাথে সম্পর্ক না করলে অপহরণ করবে, এসিড মারবে, কোথাও বিয়ে হতে দিবে না’। মেয়ে প্রথথ দিকে রাজী না হলেও এক পর্যায়ে বাধ্য হয়ে তার সাথে সর্ম্পক করতে রাজী হয়। পরে নুর উদ্দিন তাদের বাড়ীতে এসে ঘরের পাশে তার মেয়ের সাথে ভয়ভীতি দেখিয়ে দুইজনের এক সাথে ও আলাদা ছবি উঠাত, হাত ধরে টানাটানি করত ও কুপ্রস্তাব দিত। মেয়ে লোক মুখে শুনতে পায়, নুর উদ্দিন মাদক সেবন করে ও বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করার চেষ্টা করে। যার ফলে মেয়ে প্রেমের সম্পর্ক রাখতে না চাইলে নুর উদ্দিন ক্ষিপ্ত হয়ে যায়।  নুর উদ্দিন জানায়, সে তার সাথে সম্পর্ক না রাখলে বা তার কথা মত না চললে তার কাছে থাকা ছবি এডিট করে ফেসবুকে ফেক আইডি খুলে ছড়িয়ে দেবে। কোথাও বিয়ে হতে দেবে না, সে নিজেও বিয়ে করবে না। যে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তার হাত পা ভেঙ্গে ফেরত পাঠাবে। মেয়ে লোক লজ্জার ভয়ে বিষয়গুলো কারো কাছে প্রকাশ করেনি। এর কিছুদিন পর থেকে তার মেয়ের বিয়ের প্রস্তাব আসতে থাকলে ফেসবুকে ফেইক আইডি খুলে মেয়ের ছবি এডিট করে নানা কুরুচিপূর্ণ কথা লিখা শুরু করে। নুর উদ্দিন বিয়ের কথা শোনার পর পাত্রের বড় ভাই ও পাত্রের চাচাত ভাইয়ের মোবাইলে ফেইক আইডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি পোষ্ট করে। এতে মেয়ের বিয়ে ভেঙ্গে যায়।  

এ সব অভিযোগের ভিত্তিতে মো. নুর উদ্দিনকে আটক করে র‌্যাব ৭। এ সময় তার বিভিন্ন ফেইক আউডি থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি ও তথ্যের ফটোকপি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে নুর উদ্দিন ঘটনার কথা স্বীকার করেছে যে, সে ভিকটিমের সম্মান নষ্ট করার জন্য বিভিন্ন ফেইক আইডি খুলে নিজে ও তার সহযোগীদের দিয়ে সম্মান হানিকর ছবি ও তথ্য প্রকাশ ও প্রচার করছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নুর উদ্দিনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন