নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র এরিক এডামস তার দায়িত্বের প্রথমদিন শহরে বেরিয়ে একটি সংঘাতের মুখোমুখি হয়েছেন। পরে পুলিশের জরুরি সেবায় কল দিয়ে পরিস্থিতির সামাল দেন। এদিন কোন নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তিনি গৃহহীন ব্যক্তিদের সাথে কথা বলেছেন।
শনিবার (১ জানুয়ারি) সকালে এডামস ট্রেনে করে সিটি হলে পৌঁছান। এর আগে সাবওয়ে রেল লাইনের পাশে তিনি এ দৃশ্যের মুখোমুখি হোন।
ট্রেনে যাওয়ার আগে সিটি মেয়র এডামস সাংবাদিকদের বলেন, আমি করোনায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে একটি রিপোর্ট চাই। সেজন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসতে যাচ্ছি। সোমবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আমরা চাই পরিস্থিতি বিরুপ না হোক।
পরে সিটি হলে পৌঁছে তিনি বলেন, নতুন দিন শুরু হয়েছে ; আমি উচ্ছ্বাসিত। নিউইয়র্কবাসীর জন্য কাজ করতে আমি প্রস্তুত। তারা কঠোর পরিশ্রম করছে, আমি চাই তাদের অর্থের মূল্য দিতে।
শহরের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদেরই একজন। আজকে ট্রেনে চড়েছি, শহরে ঘুরেছি, মানুষের সজীবতা নজর কেড়েছে। মানুষ মুখিয়ে আছে তাদের নতুন মেয়রের প্রতি, আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই।
এর আগে নতুন বছর শুরু হওয়ার পর ম্যানহাটানের টাইম স্কয়ারে শহরের ১১০ তম মেয়র হিসেবে শপথ নেন তিনি। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এদিন বড় কোন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নি। রাজ্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সহযোগী বিচারপতি সিলভিয়া ও. হিন্দস রেডিক্স একটি বাইবেলের উপর হাত রেখে এডামসকে শপথ বাক্য পাঠ করান। তার হাতে ছিলো মা ডরোথির একটি ছবি। যিনি ২০২০ সালে মারা গিয়েছিলেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন