চলমান ডেস্ক: কিছু অঞ্চলে খারাপ আবহাওয়াসহ করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার (১ জানুয়ারি) আমেরিকার বেশ কয়েকটি বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে বাতিল করা হয়েছে দুই হাজার ৬০৪টি ফ্লাইট, যা বিশ্বব্যাপী বাতিল হওয়া মোট ফ্লাইটের অর্ধেকেরও বেশি।
ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটএওয়্যারের দেয়া তথ্য মতে, বিশ্বব্যাপী দুই হাজার ১৩০ জিএমটি পর্যন্ত চার হাজার ৫২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আমেরিকায় শনিবার (১ জানুয়ারি) তিন হাজার ৪৪৭টি আভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিশ্বব্যাপী এ সংখ্যা ছিল সাত হাজার ৬০২টি।
ফ্লাইটএওয়্যার আরো জানায়, দক্ষিণ-পশ্চিমের মার্কিন এয়ারলাইন্স সবচেয়ে বেশি সংকটে পড়েছে। তাদেরকে নির্ধারিত ফ্লাইটের ১৩ শতাংশ বাতিল করতে হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে আমেরিকার শিকাগো সিটির বিমানবন্দরগুলোকে সবচেয়ে বেশি সংকটের মুখে পড়তে হয়েছে।
এ দিকে, করোনার ওমিক্রন ধরনের কারণে সংক্রমণ বাড়ায় বিশ্বজুড়ে এয়ারলাইন্সে কর্মী সংকট দেখা দিয়েছে। ফলে ক্রিসমাস উইকঅ্যান্ডে বিশ্বব্যাপী বিভিন্ন এয়ারলাইন্সকে প্রায় সাড়ে সাত হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন