পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় আগামী বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়ায় এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পেকুয়ায় মাহফিল পরিচালনা কমিটি।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।
সংবাদ সম্মেলনে মাহফিল পরিচালনা কমিটির সদস্যরা বলেন, মাহফিল বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা প্যান্ডেল থাকবে। মাহফিল নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত থাকবে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক। এছাড়া প্রশাসন ও পুলিশকেও এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। মাহফিলটি সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহফিলের প্রধান উপদেষ্টা এইচ এম শওকত। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহফিল পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ওসামা বিন ছফা আল মিকাত, উপদেষ্টা আমিন সওদাগরসহ প্রমুখ।
জয়নাল/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন