বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

কক্সবাজার সিটিতে ১৪৪ ধারা জারি

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 02T221531.112 1

কক্সবাজার: কক্সবাজার সিটিতে একই জায়গায় আওয়ামী যুবলীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, একই স্থানে ও একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠন সমাবেশ আহবান করায় জেলা প্রশাসন রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত শহরের শহীদ সরণি ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

তিনি আরো জানান, এ পরিস্থিতিতে শহরে আইন-শৃঙ্খলার অবনতির আশংকা রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন