চট্টগ্রাম: ‘সহানুভূতির উষ্ণতায় জেগে উঠুক মানবতা’- এ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে সার্দান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বায়েজিদ আরেফিন নগরে আলামিন ফাউন্ডেশনের সহযোগিতায় শীতার্তদের হাতে এসব বস্ত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
এ সময় উপ উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এমন মহতী উদ্যোগের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগ ও এলামনাই এসোসিয়েশনকে ধন্যবাদ জানান মো. মোজাম্মেল হক।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন