বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

বঙ্গভবনের সামনে হানিফের অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

সোমবার, জানুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 03T220352.487 1

ঢাকা: সার্চ কমিটি নয়, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনসহ দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বঙ্গ ভবনের সামনে প্রতিকী মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন হানিফ বাংলাদেশী। এ সময় হানিফ বাংলাদেশীর অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দেয়।

এ সম্পর্কে হানিফ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে আমাকে বঙ্গ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বারণ করা হয়েছে। দেশের স্বার্থে যে কোন ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করা দেশের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার। কিন্তু প্রশাসন আমাকে আমার নাগরিক অধিকার পালনে বাধা দিচ্ছে। আমি এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘৫০ বছর ধরে অন্ধকারে নিমর্জিত নির্বাচন ব্যবস্থাকে আলোকিত করতে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করতে হবে। স্বতন্ত্র প্রার্থীর জন্য এক শতাংশ ভোটারের সই বাতিল করতে হবে। দল নিবন্ধনের শর্ত শিথিল করতে হবে।’

হানিফ বলেন, ‘শুধু নিবন্ধিত দল নয়, জনগণের অধিকার নিয়ে রাজপথে সক্রিয় সংগঠনগুলোর সাথেও রাষ্ট্রপতির সংলাপ চাই। নির্বাচন কমিশনের আমূল সংস্কার চাই।’

এসব দাবি বাস্তবায়নে রাষ্ট্রপতির বঙ্গ ভবনে সামনে মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি যত দিন রাষ্ট্রপতির সংলাপ চলবে তত দিন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হানিফ বাংলাদেশী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন