রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাইডেন ও জেলানস্কির ফোনালাপ: রাশিয়ার সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা

সোমবার, জানুয়ারী ৩, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 2022 01 03T221553.203 1

চলমান ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির সাথে রোববার (২ জানুয়ারি) ফোনালাপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে রাশিয়ার সাথে আসন্ন বৈঠক নিয়ে তারা ফোনালাপ করেন। তাদের মধ্যে আলোচনার পর হোয়াইটহাউস প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রেস সার্ভিস জানায়, ন্যাটো-রাশিয়া পরিষদের মাধ্যমে ন্যাটোতে এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া দ্বিপাক্ষিক কৌশলগত স্থিতিশীলতা সংলাপের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য তারা সমর্থন প্রকাশ করেন। এ সময় বাইডেন আমেরিকার প্রতিশ্রুতির বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কিকে আরো বলেন, ‘আমেরিকার ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতা সমর্থন করে। তিনি ‘স্পষ্ট করেন যে রাশিয়া ফের ইউক্রেনে আগ্রাসন চালালে আমেরিকা ও তাদের মিত্র দেশ এবং অংশীদাররা মস্কোর আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দেবে।’

এ ছাড়া বাইডেন ডনবাসে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশোমনে আস্থা রাখা যায় এমন বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন প্রকাশ করেন। তিনি মিস্ক চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে সক্রিয় কূটনীতির সমর্থন জানান।

এ বিষয়ে গত শুক্রবার ৩১ ডিসেম্বর রাতে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলাপ করেন। ওই সময় তারা দীর্ঘ ৫০ মিনিট ধরে কথা বলেন।

প্রসঙ্গত, আগামী ১০ জানুয়ারি নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে রুশ-মার্কিন আলোচনার আয়োজন করবে জেনেভা। আগামী ১২ জানুয়ারি রাশিয়া ইউরোপের নিরাপত্তা পরিমন্ডলে তাদের উদ্বেগ এবং ব্রাসেলসে ন্যাটো-রাশিয়া পরিষদের এক বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে তাদের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করবে। আগামী ১৩ জানুয়ারি ভিয়েনায় ওএসসিই স্থায়ী পরিষদের এক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন